বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক,

ঢাকার একটি আদালত সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী রেহান চৌধুরী, ছেলে হামদাদ হোসেন ও আরাজ আলম, মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। রোববার (২৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন ।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায়, বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে আবেদন করা হয় ।

উল্লেখ্য, সাবের হোসেন চৌধুরী ২০২৪ সালের অক্টোবর মাসে গ্রেপ্তার হন এবং পরে ছয়টি মামলায় জামিন পান ।

Explore More Districts