বাগেরহাটে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

বাগেরহাটে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

বাগেরহাটে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

বাগেরহাট সদরের কান্দাপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের বসত ঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণরুপে ভষ্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে ঘরে থাকা কাপড় চোপড়,লেপ তোষক,ফার্ণিচার,আসবাবপত্র,খাওয়ার জন্য মজুদকৃত চাউল,বাই সাইকেল,মূল্যবান দলিলপত্র সহ টিন ও কাঠ দিয়ে তৈরি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণরুপে ভষ্মীভূত হয়েছে।সব হারিয়ে সদ্য প্রসূতি বাচ্চা নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে এই অগ্নিকান্ডে প্রাথমিকভাবে সাড়ে তিন থেকে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। জানা গেছে কান্দাপাড়া গ্রামের ফজর শেখ এর স্ত্রী সন্তান প্রসব জনিত কারনে বাবার বাড়ীতে থাকা এবং ফজর শেখ চাকুরীসূত্রে খুলনায় থাকার কারনে ঘরটি তালাবদ্ধ ছিলো।রাত একটার দিকে ফজর শেখ এর ভাই টুকু শেখ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার করতে থাকলে স্হানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পাশাপাশি আগুন নিভাতে চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখায় কাঠ ও টিনের তৈরি ঘরটি সহ ঘরের মধ্যে থাকা মূল্যবান আসবাবপত্র,দলিল ও মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের বাগেরহাটের উপ পরিচালক মোঃ শাহাজাহান সিরাজ জানান, রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে গিয়ে স্হানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই তার আগেই ঘর দুটি সহ ঘরে থাকা আসবাবপত্র ও কাপড়চোপড় লেপ তোষক,মূল্যবান দলিলপত্র সব পুড়ে ভষ্মীভূত হয়।এতে আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।

Explore More Districts