বাগাটসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বাগাট মিষ্টান্ন ভান্ডারসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা এবং তিতুমীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। দুটি অভিযানে নেতৃত্ব দেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থিত মেসার্স ইরিনা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেন। নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য গুদামজাত, মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। পরে আদালত বাগাট মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায়।
অভিযানকালে দইতে ওজনে কম দেওয়া এবং মিষ্টির মোড়কে পণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদকাল না থাকায় নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের এর ৪৫ ধারায় বাগাট মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সোহেল শেখ বুধবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত শহরের তিতুমীর বাজারে মেসার্স মনিরা স্টোরকে ডিমের দাম বেশি রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা এবং মেসার্স আব্দুর রব এন্টারপ্রাইজকে খাদ্য পণ্যে মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করায় তিন হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানকলে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।