বাগমারা বাজারে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন নির্মাণ – Ajker Comilla

বাগমারা বাজারে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেন নির্মাণ – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

আগস্ট ২৪, ২০২২


news-image

লালমাই সংবাদদাতা:

কুমিল্লার লালমাইয়ের বাগমারা নতুন তোহা (সবজি) বাজারে বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে ক্র‍েতা ও বিক্রেতাদের প্রতিবন্ধকতা দূর করতে তাৎক্ষণিক ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বাজার কমিটি।

নতুন তোহা বাজারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগমারা বাজার ব‍্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর হোসেন, ব‍্যবসায়ী হুমায়ুন কবির, মোঃমিজানুর রহমান প্রমুখ।

বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূর হোসেন সাহেব গভীর রাত পর্যন্ত নির্মাণাধীন ড্রেনের কাজ তদারকি করেন।
































আর পড়তে পারেন













Explore More Districts