বাগআঁচড়ায় যথাযথ মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগআঁচড়ায় যথাযথ মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে শার্শা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাগআঁচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি সংগীতের তালেতালে দলীয় কর্যালয়ের সামনে নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদ প্রমুখ।

অপরদিকে একটি র‍্যালী বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বাগআঁচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির একাংশ।

এতে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস,
যুগ্ন-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম-আহব্বায়ক মনিরুজ্জামান মনি, যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুজ্জামান আশিক প্রমুখ।

Explore More Districts