বাকেরগঞ্জ এম খান ফিলিং স্টেশনে তেলচুরি ধরা ! মোবাইল কোর্টে দন্ড
১৬ September ২০২৫ Tuesday ৩:৪৫:৪৮ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। গতকাল দিনব্যাপী বিভিন্ন ফিলিং স্টেশনে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই এর পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করে দেখা যায় প্রতি ৫ লিটার ডিজেল এ ২৯০ মিলিলিটার করে কম দেয়া হচ্ছে। এভাবে ডিজিটাল জালিয়াতির অভিযোগে এম খান ফিলিং স্টেশন কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)