২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৬:৪০:০২ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সংসদীয় আসন ১২৪, বরিশাল–৬ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুর আলম চুন্নু।
মঙ্গলবার (২৮ নভেম্বর) পদত্যাগ করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শামসুল আলম চুন্নু।
তিনি বলেন, আমি ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমার পদত্যাগপত্রটি জমা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল ৬ আসনে নির্বাচন করবো এবং এ নির্বাচন জয়লাভও করবো ইনশাআল্লাহ।
জানা গেছে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে চায় ক্ষমতাসীন দলটি। বিএনপি এখন পর্যন্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। ফলে অংশগ্রহণমূলক ভোট করতে স্বতন্ত্র প্রার্থী রাখার বিষয়ে উদার নীতিতে আওয়ামী লীগ। আর সেজন্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শামসুর আলম চুন্নু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু বলেন, আমি বাকেরগঞ্জ উপজেলা পরিষদের জনগণের ভোটে তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। দুইবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি দীর্ঘদিন ধরে উপজেলাবাসীর কাছের মানুষ। বার বার আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনরা আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |