৬ October ২০২৫ Monday ৬:৪১:৩১ PM | ![]() ![]() ![]() ![]() |
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে মেয়েকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলা দিয়েছে বড় ভাই। ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে গত ৩০ সেপ্টেম্বর বিকালে ভাতিজিকে যৌন হয়রানি করেন চাচা মাহাবুব আলম মিথুন (৩১)। ঐ ঘটনায় ৯৯৯এ কল দিয়ে মিথুনকে পুলিশ দিয়ে গ্রেফতার করায় মেঝো ভাই মিরাজ হাওলাদার। তারা সম্পর্কে আপন দুই ভাই। দাঁড়িয়াল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তারা। এ ঘটনায় ছোট ভাই মিথুন গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।
মেঝো ভাইয়ের অভিযোগ- ছোট ভাই মিথুন তার মেয়েকে যৌন হয়রানি চালিয়েছে। তাই সেই ঘটনার বিচার চেয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তবে একাধিক গ্রামবাসী ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র আপন ছোট ভাইয়ের নামে মামলা দিয়েছে মেঝো ভাই।
এসব বিষয়ে মামলার বাদি মিরাজ হাওলাদারের সাথে কথা বলার চেষ্টা করলে বক্তব্য দিতে রাজি হয়নি তিনি। তবে এবিষয়ে রাজ্জাক হাওলাদারের বড় ছেলে মনির হাওলাদার বলেন, আমার মেঝো ভাই সম্পত্তির জন্য ছোট ভাইকে ধর্ষণ মামলা দিয়ে ফাঁসিয়েছে।
তিনি আরও বলেন, আপন ভাইয়ের মেয়েকে যৌন হয়রানি চালিয়েছে এমন অভিযোগে আমাদের ছোট ভাই জেল হাজতে আছে। ছোট ভাই যদি অপরাধী হয়ে থাকে আইন তাকে শাস্তি দেখ। তবে অযথা ভাইকে ভাই জেল খাটালে সেটার বিচার ও যেন আদালত করেন। এমনটাই প্রত্যাশা আমাদের।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |