বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নারী সহ একই পরিবারের ৪ সদস্যকে মারধর

বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নারী সহ একই পরিবারের ৪ সদস্যকে মারধর

৩১ October ২০২৪ Thursday ৫:৪৫:৩২ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে নারী সহ একই পরিবারের ৪ সদস্যকে মারধর

বরিশালের বাকেরগঞ্জ ৪ নং দাড়িয়াল ইউনিয়নের মধু কাঠি গ্রামে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে একই পরিবারের ৪ সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা জসিম খান (৪০) তার স্ত্রী বেলি বেগম(৩০) বৃদ্ধ মা রাশেদা বেগম(৫০) ছোট মেয়ে উর্মি (১৮)‌। জসিম খান ও মেয়ে উর্মি কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রাশিদা বেগম ও বেলি বেগম মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ভুক্তভোগী পরিবার।

আহত সূত্রে জানা যায় ,একই এলাকার বাসিন্দা জিহাদ খান গং দের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন জসিম খান এর একটি ছাগল প্রতিপক্ষের বাড়িতে গেলে তারা ছাগল টিকে মারধর এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে বিষয়টি জিজ্ঞেস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে জিহাদ খান , রিয়াজ খান, আফসের খান ,রেহেনা বেগম , জাহেদা সহ অজ্ঞাত ৫-৭ জন সন্ত্রাসীরা রামদা,ছুড়ি,লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুই জনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে ।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts