বাকেরগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন বেরিবাঁধ ও ফসলি জমি

বাকেরগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন বেরিবাঁধ ও ফসলি জমি

১৫ October ২০২৫ Wednesday ৬:৪৪:৪৬ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন বেরিবাঁধ ও ফসলি জমি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ০১নং চরামদ্দি ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের উত্তর কাটাদিয়া গ্রামে রাঙ্গামাটি নদী ভাঙ্গনে ফসলি জমি ও বেরিবাঁধ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। 

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব ও রাঙ্গামাটি নদীস্রোতের প্রভাবে বাঁধটির বেশিরভাগ অংশ ভেঙে যাওয়ায় এখন তা প্রায় নিশ্চিহ্ন। ফলে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কৃষিজমি রক্ষার্থে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেরিবাঁধটি নির্মাণ করা হয়। কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদীর পানি ও স্রোতের চাপে বাঁধটি ভেঙে যায়। 

বর্তমানে বাঁধের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ায় আশেপাশের ফসলি জমি ও বসতবাড়ি সহ উত্তর কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর কাটাদিয়া আনিসিয়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, প্রতিবারই আমরা প্রশাসনের কাছে বাঁধ মেরামতের দাবি জানাই, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় না। এখন সামান্য জোয়ারের পানিতেই আমাদের জমি তলিয়ে যাচ্ছে। 

কৃষি জমিতে নদীর জোয়ারের পানি প্রবেশ করে ফসল নষ্ট হচ্ছে। চরমদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।

চরমদ্দি ইউনিয়নের কাটাদিয়া বেরিবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকার কৃষি, বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থায় দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি। স্থানীয়রা দ্রুত সরকারি উদ্যোগে বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কাটাদিয়া বেরিবাঁধ ও তৎসংলগ্ন এলাকা রাঙ্গামাটির নদীস্রোতের প্রভাবে প্রায় ৩০০ মিটার জায়গা ভাঙ্গনের কবলে পতিত হয়েছে। 

বেরিবাঁধের ভাঙ্গন কবলিত জায়গায় জরুরি ভিত্তিতে ভাঙ্গন রোধ করা না হলে এই ভাঙ্গন এলাকার প্রায় ২০০ একর জমি পানিতে তলিয়ে যাবে, যাহার ফলে স্থানীয় কৃষকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। 

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম খান জানান, স্থানীয় বাসিন্দাদের পক্ষে বরিশাল জেলা প্রশাসক বরাবর আমি একটি লিখিত আবেদন করেছি যাতে ভেরি বাঁধ ভাঙ্গন রোদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের ব্যবস্থা নেয়।

বরিশাল পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল জানান, চরামদ্দি কাটাদিয়া রাঙ্গামাটি নদী ভাঙ্গনে বেরিবাঁধ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts