বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

৭ September ২০২৫ Sunday ১১:৫৩:৪৯ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে দাদার লাশ দাফন করতে গিয়ে মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারশিবপুর গ্রামের শতবর্ষী আনিচ হাওলাদার বার্ধক্য জনিত কারণে আজ সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন। আসরের নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হলে মৃত আনিস হাওলাদারের ছেলে আবুল হাওলাদারের পুত্র সরোয়ার তার দাদার লাশ কবরস্থ করে খাটিয়াটি তার মামা ফিরোজ দুই জনে ধরে সরাতে যায়। খটিয়া সরানোর সময় কবরের উপরে টিউব লাইটের সাথে সংযোগ দেওয়া বিদ্যুতের তারের সাথে খাটিয়া লেগে যায়। এ সময় বিদ্যুতের লাইন স্লাক থাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে সরোয়ার ও তার মামা ফিরোজ দুজনেই ছিটকে পরে। উপস্থিত মুসুল্লিরা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 

নিহত দুজন হলেন পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। তারা দুজনে সম্পর্কে মামা ভাগ্নে হয়। 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts