বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি পরিকল্পিত খুন

বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি পরিকল্পিত খুন

২৮ September ২০২৫ Sunday ৬:৪৮:৩৯ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি পরিকল্পিত খুন

বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পরিবারের দাবি এটি পরিকল্পিত খুন।

রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডাকাত আটক করার খবর পেলেও গিয়ে মরদেহ উদ্ধার করি। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামীকে মিথ্যা ডাকাত বানিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে কবাই চরে তরমুজ চাষের জন্য আমার স্বামীর কাছে জমি চেয়েছিল স্থানীয় কয়েকজন। না দেওয়ায় তারা রাতের অন্ধকারে ফোন করে ডেকে নেয় এবং গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করে।

মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবা নির্দোষ ছিলেন। তাকে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরেক মেয়ে জান্নাতি আক্তার বলেন, তরমুজখেতের জমি না দেওয়ায় বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডাকাত সাজিয়ে খুন করা হয়েছে।

নিহতের মা নিলুফা বেগম বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শনিবার রাতে মসজিদের মাইকে মাইকিং করে সোহেলকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। রাতেই তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।

তাদের দাবি, সোহেল খান গণপিটুনির (মব) শিকার হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহিন হাওলদার বা তার ভাই ফিরোজ হাওলাদার এলাকায় না থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts