১ June ২০২৫ Sunday ৫:৩৭:১২ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৩১ মে ) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ গণঅধিকার পরিষদের উপজেলার প্রধান কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ। তিনি জানান, আজ বিকেলে বরিশালে জাতীয় পার্টি একটি প্রতিবাদ সমাবেশ বের করে। এ সময় গণঅধিকার পরিষদের বরিশাল জেলার নেতৃবৃন্দ ওই মিছিলে বাঁধা প্রদান করেন।
এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হয়। বর্তমানে আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তিনি দাবি করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |