বাকেরগঞ্জে চাঁদার দাবিতে বসতঘরে হামলা-ভাঙচুর-লুটপাট ॥ আহত ৩
১৮ September ২০২৫ Thursday ১১:২০:২১ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন বিলকিস বেগম (৪০), মিনারা বেগম (৫০) ও জান্নাতি বেগম (৩২)। বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে রশিদ হাওলাদারের বসতঘরে বুধবার সকাল ১১টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারী শফিকুল ইসলাম একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জান্নাতি বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের রশিদ হাওলাদার আদালতের নির্দেশ পেয়ে তার নিজ জমিতে বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম ঘর নির্মাণ কাজে তার নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী রশিদ হাওলাদার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার রাতে শফিকুল ও তার ভাই শহিদুল নিমাণাধীন ঘর ভাঙচুর করবে বলে হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের নেতৃত্বে জহিরুল হাওলাদার, রাব্বি হাওলাদার, হাসান হাওলাদারসহ ৮-১০ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে রশিদ হাওলাদারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাঁধা দিতে গেলে হামলাকারীরা বিলকিস বেগম, মিনারা বেগম ও জান্নাতি বেগমকে পিটিয়ে জখম ও তাদের শ্লীলতাহানী করে। এসময় হামলাকারীরা বাসায় রক্ষিত নগদ টাকা লুটপাট করে। আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বসতঘরে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শহর রক্ষা বাঁধের ব্লক লুট, ট্রলারসহ আটক ১
আগৈলঝাড়ায় র্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন
দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান