বাকেরগঞ্জে কেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জে কেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

৩০ January ২০২৫ Thursday ৬:১১:৫৭ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে কেন্দ্র পুনর্বহাল দাবিতে মানববন্ধন

ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে ডিগ্রি প্রথম বর্ষ ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার ও চয়ন কুমার পাইক বলেন, উপজেলার দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের একমাত্র কলেজ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজটিতে সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

অজ্ঞাত কারণে হঠাৎ করেই কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের কেন্দ্রটি পরিবর্তন করে প্রায় ১৫ কিলোমিটার দূরে দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজে নেওয়া হয়েছে।

কামারখালী যেতে কাটাখালী নদী পাড় হয়ে যেতে হয়। যে কারণে অর্থ ও সময় খরচ হয়। এতে করে অত্র কলেজের শিক্ষার্থীদের ডিগ্রি পরীক্ষা অংশগ্রহণে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র কাকরধায় পুনর্বহালের দাবি জানান তারা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দেয়।

ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবির সাথে সংহতি জানিয়ে কলেজের সহকারী অধ্যাপক ছাকিউর রহমান সাকি বলেন, ‘দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়ন দুটি নদীবেষ্টিত একটি দ্বীপ।

উত্তরে তেতুলিয়া নদী, দক্ষিণে কারখানা নদী, পূর্ব দিকে ধুলিয়া নদী আর আর পশ্চিমে রামনাবাদ নদী। নদীবেষ্টিত কাকরধা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কামারখালী কলেজে বর্তমানে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে।

ওই কেন্দ্রে যাতায়াতের রাস্তা খারাপ এবং মাঝখানে ঝুঁকিপূর্ণ খরস্রোতা কারখানা নদী। এ ছাড়া ডিগ্রি পর্যায়ের বেশিরভাগ মেয়েরা বিবাহিত ও গর্ভবতী থাকার কারনে এত দূরে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই অবিলম্বে পূর্বের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র কাকরধা বা তার পাশের কোন প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করে ডিগ্রী পরীক্ষা নেয়ার দাবি জানাই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts