পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চারটিটি ইটভাটায় অভিযান চালিয়ে জেল-চরিমানাসহ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় সততা ব্রিকসের মালিক মো. হানিফকে ১ লাখ টাকা, পিভিসি ব্রিকসের মালিক মো. মনির হোসেনকে ১ লাখ ও এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে। এদিকে সততা ব্রিকসের মালিক মো. হানিফ জরিমানার ১ লাখ টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে পারেনি মো. হানিফ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত ওই টাকা পরিশোধের জন্য তাকে সন্ধ্যা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদÐে দন্ডিত হওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, উল্লেখিত চারটি ইটভাটার কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই। এ কারণে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি হানিফ। এ কারণে থানা হেফাজতে আছেন।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ৬টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে মারধর, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ