বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা:হাতড়ি পেটায় আহত ১ জনের মৃত্যু

বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা:হাতড়ি পেটায় আহত ১ জনের মৃত্যু

১৪ July ২০২৪ Sunday ৫:৪৪:০০ PM

Print this E-mail this


বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:

বাউফলে হিন্দু সম্প্রদায়কে জমি চাষে বাধা:হাতড়ি পেটায় আহত ১ জনের মৃত্যু

বাউফলের বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে জমি চাষ করতে গিয়ে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় গুরুতর আহত পরেশ বিশ্বাস(৩৫) আজ শনিবার বিকেল ৬ টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহত অপর দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। গত ১০ জুলাই বুধবার সকালে ওই হাতড়ি পেটানোর ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ১০ জুলাই বুধবার বাউফলের বগা ইউপির চন্দনবাড়িয়া গ্রামের পরেশ বিশ্বাস তার জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ ফারুক সিকদার (৪৮), কবির সিকদার (৪৫), হারুন সিকদার (৪০)সহ অন্যান্যরা বাধা দিয়ে তাদেরকে হাতড়ি৷ লোহার রড, জিআই পাইপ ও রাম দায়ের উল্টো পিঠ দিয়ে পিটিয়ে জমি থেকে উঠিয়ে দিয়। প্রতিপক্ষের মারধরে নারীসহ ৩জন গুরুতর জখম হলে স্বজনরা তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে আহতরা পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের মধ্যে পরেশ বিশ্বাসের অবস্থা খারাপ হলে তাকে আজ শনিবার বেলা ১১ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেল ৬ টায় পরেশের মৃত্যু হয়। 

আহত মানবিকা বিশ্বাস (৫০) ও পলাশি বিশ্বাস (৩০) এখনো পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনার পর থানায় অভিযোগ করতে বলা হয়েছিল। তারা অভিযোগ না করে পটুয়াখালী চলে গেছে। এখন জেনেছি আহত পরেশ বিশ্বাস মারা গেছেন। স্বজনদের পোস্টমর্টেম করিয়ে নিয়ে আসতে বলা হয়েছে। পরবর্তী আইনী ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts