বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি স্লুইস গেইট সংলগ্ন জায়গা দখল করে দুটি পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় মোশারেফ হোসেন ও মনির হোসেন নামে দুই ব্যক্তি। সরেজমিনে দেখা গেছে, দশমিনা-দাসপাড়া-বাউফল সড়কের দাসপাড়া বাসষ্টান্ডের দক্ষিণ পাশে মুসলিম পাড়া খালের ওপর রয়েছে একটি স্লুইস গেইট। জলকপাটের পূর্ব পাশে খালের দুই পাড়ে দুটি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই জলকপাট-সংলগ্ন খালের উত্তর পাশে পাকা ভবন (দোকান ঘর) নির্মাণ করেছেন মোশারেফ হোসেন। তার ভবনের কাজ শেষ পর্যায়ে। আর দক্ষিন পাশে ভবন নির্মাণ করছেন মনির হোসেন নামে আরেক ব্যক্তি। মনির হোসেন জমি দখল করে চারপাশে ইটের গাথুনি দিয়ে বালু ভরাট করেছেন।মোবাইল ফোন বন্ধ থাকায় মোশারেফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্ত্রী মোছা. হালিমা বেগম বলেন,‘তাদের রেকর্ডীয় জমিতে দোকানের জন্য পাকা ভবন নির্মাণ করছেন।
মো. মনির হোসেন বলেন, স্লুইস গেইট করার সময় তার জমি সরকার নিয়ে গেছে। তিনি এখন নিজের রেকর্ডীয়ও জায়গায় পাকা ভবন নির্মাণ করছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন,‘সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নাই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আমার কাছে ক্ষমতা নয়, দেশের স্বার্থই বড়: প্রধানমন্ত্রী
ফুল-নৈবেদ্য সাজিয়ে দীপাবলিতে স্বজনদের স্মরণ
বরিশালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
মেয়র পদে অভিষেক: আমন্ত্রণপত্র নিয়ে বড়ভাই হাসানাতের বাসায় খোকন