বাউফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বাউফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

৪ October ২০২৪ Friday ৫:৩৮:৫৩ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা এলাকায় বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মো. জাফর (২৯) নামে এক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় জেলে মো. শাহাবাজ গাজীর (৩৫) জাল চুরি হয়। ওই জাল আরেক জেলের নৌকায় পাওয়া যায়। পরে ওই জাল কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দিন ওরফে রিজভী তার জিম্মায় নিয়ে যান। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে ওই জাল চুরির ঘটনাকে কেন্দ করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মো. জাফর (২৯), মো. মনির (৫০), মো. আফজাল (৩২),মো. জিহাদ প্যাদা (২৭), মোসা. সালমা (৩৫),মো. তৌহিদ (২৬), রিজভী (২৯) আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জাফরের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মনির হোসেন অভিযোগ করেছেন,‘তারা জেলে। কিছুদিন আগে নদীতে মাছ ধরতে হলে মাসিক ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন রিজভীসহ আরও কয়েকজন। ওই টাকা না দেওয়ায় রিজভীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল গতকাল বৃহস্পতিবার রাতে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে এবং মাহাবুল আকনের (৪৫) চায়ের দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে।’
এ বিষয়ে সাইফুদ্দিন ওরফে রিজভী বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ মিথ্যা। ওই এলাকায় প্রায়ই জাল চুরি হয়। ইতিমধ্যে চোর চিহ্নিত হয়েছে। এ বিষয়ে নিয়ে মো. জুয়েল মৃধা নামে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলার সময় চোর চক্র তাদের ওপর হামলা চালিয়েছে এবং শুক্রবার দুপুরে ওই চোর চক্র তার বাসভবনেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বাকেরগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, ওসি প্রত্যাহার

সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী আটক 

সিমের কেজি ৩২০ কাঁচামরিচ ৪০০ 

পাঁচটি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি

Explore More Districts