পটুয়াখালীর বাউফল উপজেলায় চুনা রানী (৫৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চুনা রানী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধবপুর গ্রামের মাখম সাজ্জালের স্ত্রী। স্বামী মাখম সাজ্জালের অভিযোগ খাওয়ার জন্য কিছু চাল ডাল চাইতে গেলে পুত্রবধুর নির্যাতনের শিকার হয়ে মনের কষ্টে বিষপান করে আত্মহত্যা করেছে। সুত্রে জানা গেছে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধবপুর গ্রামের বাসিন্দা মাখম সাজ্জালের সংসারে ছেলে বৌর এর সঙ্গে শাশুরীর বিরোধ সৃষ্টি হওয়ায় তারা একই ঘরে মধ্যে বেরা দিয়ে থাকতো। মাখম সাজ্জাল তার স্ত্রী নিয়ে থাকতো একপাশে থাকতো অপর পাশে ছেলে মাধব সাজ্জাল তার স্ত্রী শিখা রানী, নাতি মাধবী। মাখন সাজ্জাল বলেন, ঘটনার দিন বুধবার (৫ জুলাই) রাত ৮টার দিকে স্ত্রী চুনা রানী তার পুত্রবধূ শিখার কাছে কিছু চাল ও ডাল চায় রান্না করে খাওয়ার জন্য। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি না হওয়ায় এ নিয়ে পুত্রবধূ ও তার শ্বাশুড়ীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এ সময় পুত্র মাধব সাজ্জাল এসেও মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে পুত্রবধু তার স্ত্রী চুনা রানীকে মারধর করেন। ওই সময় তিনি ঝগড়া থামানোর চেষ্টা করলে তাকেও পুত্র ও পুত্রবধূ মারধর করেন। এ ঝগড়াঝাটি চলে রাত ১০টা-সাড়ে ১০ টা পর্যন্ত। এরপর তিনি তার স্ত্রী চুনা রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে তিনি দেখতে পান স্ত্রী বিষপান করে ছটফট করছে। এরপড় রাত ৩ টার দিকে তাকে বাউফল স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক সোয়েব বলেন,‘ চুনা রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে তাকে মৃত অবস্থায় পাই। তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করতে পারেন।’ এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিশ্বায়নের যুগে মেধা পাচার রোধ দুরূহ বিষয়: প্রধানমন্ত্রী
আরপিও সংশোধন নিয়ে এখন কোনো মন্তব্য করবেন না সিইসি
মুসলিম উম্মার শান্তি কামনা করে বরিশালে ঈদের জামাত
অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে: বিএমপি কমিশনার