বাংলা বর্ণে, রঙে, গানে আনন্দময় সময়

বাংলা বর্ণে, রঙে, গানে আনন্দময় সময়

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, যারা পুরস্কার পায় না, তারা জেদ থেকে চেষ্টা বেশি করে। ফলে তারা আরও ভালো করে।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী অশোক কর্মকার, মাসুক হেলাল, আরাফাত করিম এবং এস এম রাকিবুর রহমান।

বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) দ্বিতীয় হয় ফিলজা আজরিন। তার মা কাজী নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, এই এলাকায় এমন প্রতিযোগিতার আয়োজন খুব কম হয়। ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। তিনি আরও বলেন, তাঁর সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে। বাংলা বলতে চায় না। এই আয়োজনে এসে ওরা বাংলা ছড়া, কবিতা সম্পর্কে জানতে পেরেছে। বাংলায় গানও শুনেছে। এই অনুষ্ঠান বাচ্চাদেরকে বাংলার প্রতি আগ্রহী করেছে, যা খুবই আশাব্যঞ্জক।

Explore More Districts