বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) নির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) নির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত – Daily Gazipur Online

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) নির্বাহী কমিটির মত বিনিময় সভা আজ ২৮ জুন শনিবার বিকলে স্থায়ী কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে গাজীপুরস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান-উপাধ্যক্ষ ডাঃ এ.কে.এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ তিনি অত্র পার্টির মত বিনিময় সভায় গঠনমূলক পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এর চেয়ারম্যান-উপাধ্যক্ষ ডাঃ এ.কে.এম ফজলুল হক ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের এবং ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুানের শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক, সুশাসন ও ন্যায় ভিত্তিক, দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য এড. রফিকুল ইসলাম, এড. সোহেল রানা, ভাইস চেয়ারম্যান-মোঃ ওবায়দুল ইসলাম, ভাইস চেয়ারম্যান- মোঃ শামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান- জনাব ডাঃ ইউসুফ আলী, যুগ্ম মহাসচিব-মোঃ সোহেল রানা, যুগ্ম মহাসচিব-ডাঃ দিলশাদ, নির্বাহী সদস্য- মোঃ আতাউর রহমান, ডাঃ মকবুল হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ কামরুল ইসলাম এল.এল.বি, ডাঃ উম্মে কুলসুম, ডাঃ আসিফ নেওয়াজ, ডাঃ আল-আমিন প্রমুখ বক্তব্য রাখেন। ৭১ এর শহীদ ও ২৪ শের ছাত্র জনতার গণ অভ্যুানের শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন পার্টির ভাইস-চেয়ারম্যান প্রিন্সিপাল শহীদুল ইসলাম।

Print Friendly, PDF & Email

Explore More Districts