আপডেটঃ 2:03 pm | March 12, 2022
মো: নাজমুল হুদা মানিক ॥ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ মহানগর শাখা, ময়মনসিংহ সদর উপজেলা শাখা কমিটির উদ্যোগে ৫দফা দাবীতে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ১১ মার্চ সকাল সাড়ে ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের আহবান জানিয়ে আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান, সরকারী স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষনা প্রদান, বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলী এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.সিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহন ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করন এর দাবীতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে সারা দেশে একযোগে কমসুচী পালিত হয়। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে ময়মনসিংহ জেলা শাখা কমিটির সভাপতি মো: সামছুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হিল্লোল এর সঞ্চালনায় মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম তরফদার, সাধারণ সম্পাদক মো: রুকন উদ্দিন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: খাইরুল আলম, শিক্ষক নেতা প্রিমিয়ার আইডিয়ার হাই স্কুল এর প্রধান শিক্ষক আলহাজ্ব মো: চাঁন মিয়া, ডিকে ইসলামিয়া হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, চরখরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্যামগঞ্জ হাই স্কুল এর প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল হক, মুসলিম ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক আলহাজ্ব মো: জালাল উদ্দীন, উত্তর দাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল করিম, রওশন কাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার, ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিউর রহমান সহ জেলার সকল উপজেলার প্রধান শিক্ষক গন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আগামী ১৫ মার্চ প্রত্যেক জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।