৩১ December ২০২৪ Tuesday ৪:৫২:৩৪ PM | ![]() ![]() ![]() ![]() |
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা এদিন চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপে বাছাই করে চূড়ান্ত পর্বে ২০০ প্রার্থীদেরকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার ডিয়াবাড়ি মাইলেস্টোন কলেজ স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি ডে-গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক’র পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন। এছাড়া স্পন্সরশীপ পার্টনার আল আরাফাহ ইসলামী ব্যাংক, আমান গ্রুপ ও পপুলার ফুড’র কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা সকলেই বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের জাতীয় পর্যায়ের এরকম আয়োাজনের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের সভাপতি এটিএম আনসারীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে তারা সকলেই এরকম আয়োজন ও উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন প্রতিযোগী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, বাছাই পর্ব উত্তীর্ণ হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত। তারা আরো বলেন, এ ধরনের জ্ঞান চর্চা মূলক প্রতিযোগিতার আয়োজনের ফলে তাদের সন্তানদের সাধারণ জ্ঞান তথা সার্বিক জ্ঞান ভান্ডারের প্রসারণ ঘটবে। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা কমপক্ষে দু’বার আয়োজনের ব্যাপারে তারা মতামত প্রকাশ করেন। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন গ্রুপ এ-(তৃতীয়-পঞ্চম শ্রেণি): প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানজিল রহমান শাবিব, দ্বিতীয় স্থান মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইখাজুল নাহার জিম ও তৃতীয় স্থান মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাহমিদুল হাসান জারিফ ।
গ্রুপ বি-(ষষ্ঠ-অষ্টম শ্রেণি): প্রথম স্থান যুগ্মভাবে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী তাসনিম আনসারী ও তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইফতেহাদ ইরফান সায়ন দ্বিতীয় স্থান তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ শোয়াইব ইসলাম মুগ্ধ ও তৃতীয় স্থান বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাইদা ফারজিনা । গ্রুপ সি-(নবম-দ্বাদশ): প্রথম স্থান: মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আল কাউসার,দ্বিতীয় স্থান বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের শিক্ষার্থী ইফতি ইসলাম ও তৃতীয় স্থান ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মো: সিয়াম তালুকদার । গ্রুপ ডি-(দ্বাদশ শ্রেণীর ঊর্ধ্বে): প্রথম স্থান ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার দ্বিতীয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শামীম হোসেন ও
তৃতীয় স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন আক্তার।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |