গাজীপুর মহানগর প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুরের ১৭ টি শাখায় নবান্ন উৎসব উদযাপন হয়। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের সকল শাখায় । এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ এবং গাজীপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সোহরাব জাকির গাজীপুরের মির্জাপুর শাখা,কাপাসিয়া শাখা, শ্রীপুর শাখা পরিদর্শন করেন এবং গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭২ সালে জন্ম লগ্ন থেকেই নবান্ন উৎসব উদযাপন করে থাকে। এই ব্যাংক সাধারণ মানুষের ব্যাংক এবং কৃষকের ব্যাংক এবং প্রতি বছর এই উৎসবের মধ্য দিয়ে প্রমাণ করে থাকে। তিনি আরো বলেন, কৃষি ব্যাংক ৪% সুদে সহজ শর্তে কৃষকদের ঋণ দিয়ে থাকে।



