বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত – Habiganj News

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত – Habiganj News

আবদুর রউফ আশরাফ।  আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০:৩০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

হবিগঞ্জ শহরের প্রেসক্লাবে সংগঠনের জেলা সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার ।

 

জেলা সভাপতি মনোনীত হন সাইফুল ইসলাম এবং সেক্রেটারি হোসাইন আহমদ তালুকদার ।

 

সমাবেশের সমাপনী অধিবেশনে নব- মনোনীত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমদ তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্রশিক্ষণও ক্যাম্পাস কার্যক্রম মুহাম্মদ ইসমাঈল খন্দকার

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ছারওয়ার রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফিরোজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান মুস্তাফা, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি ও ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি ফরহাদ সাইফুল্লাহ, ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার বায়তুলমাল সম্পাদক আব্দুল গফ্ফার, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক শেখ মুজাহিদ ইসলাম অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহনুর আলম, নির্বাহী সদস্য শেখ ইমতিয়াজ আহমেদ, খেলাফত মজলিস হবিগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান মিসবাহ, চুনারুঘাট উপজেলা বাইতুলমাল সম্পাদক হাফেজ হারুনুর রশিদ, মাওলানা ডাঃ মাহবুব মুস্তাফা, ছাত্র মজলিস বৃন্দাবন কলেজ সভাপতি ফাইয়াজ, বানিয়াচং উপজেলা সভাপতি হাফেজ সাজ্জাদুর রহমান, চুনারুঘাট উপজেলা সভাপতি ইসমাঈল আহমদ, বানিয়াচং উপজেলা সেক্রেটারি তাওহীদ আলী খান শাওন, চুনারুঘাট উপজেলা সেক্রেটারি হারুন আহমদ, আজমিরীগঞ্জ উপজেলার সেক্রেটারি মামুন আহমদ প্রমুখ।

Explore More Districts