বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন – দৈনিক আজকের জামালপুর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন – দৈনিক আজকের জামালপুর




বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন – দৈনিক আজকের জামালপুর



নিজস্বসংবাদদাতা ; মেলবোর্নে এক বিশেষ অনুষ্ঠানে গ্রিনস পার্টির সিনেটর ডেভিড স্যুব্রিজ, সিনেটর স্টেপ হডগিন্স মে অভিবাসী, শরণার্থী এবং বহুসংস্কৃতির সম্প্রদায়ের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এই আলোচনায় অভিবাসী পরিবারের পুর্নমিলনী প্রক্রিয়াকে দ্রততর এবং ন্যায়সঙ্গত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে, মোরল্যান্ড শহরের প্রাক্তন মেয়র ও ভিক্টোরিয়া গ্রীনস পার্টির দলীয় প্রধান উইলস ফেডারেল আসনের প্রার্থী সামান্থা রাতœম, অস্ট্রেলিয়ায় শরণার্থীদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করার দাবিও তুলে ধরেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকের উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আলাপে, মানবাধিকার ও আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের সমাধানে কার্যকর মানবিক পদক্ষেপ গ্রহণে গুরুত্ব দেওয়া হয়। তারা মনে করেন, এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন, যা জনগণের মতামত ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ভিক্টোরিয়ার দায়িত্বপ্রাপ্ত) আশিক মালেক বিপুলের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি আরিফ খান, যুগ্ম সচিব ওমর শরীফ শিহান, বিএনপি ভিক্টোরিয়ার নেতা আগা আরেফিন, শিক্ষাবিদ ডঃ কামাল মাহমুদ,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছেসেবক দল ভিক্টোরিয়া শাখার আহবায়ক রহমত উল ইসলাম এবং যুবনেতা সারফেন আহমেদ সাকিব।


Explore More Districts