বাংলাদেশের বাধা হয়ে ওয়ানডে মেজাজে রান তুলছেন এলগার

বাংলাদেশের বাধা হয়ে ওয়ানডে মেজাজে রান তুলছেন এলগার

পোর্ট এলিজাবেথে শুরু হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের প্রথম সেশনে দাপট দেখিয়েছে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক দল।

বাংলাদেশের বাধা হয়ে ওয়ানডে মেজাজে রান তুলছেন এলগার
বাংলাদেশ একমাত্র সাফল্যের দেখা পেয়েছে খালেদ আহমেদের হাত ধরে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোটা সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই দুই ওপেনার অধিনায়ক ডিন এলগার ও সারেল আরউই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। দলীয় ৫২ রানে আরউইকে শিকার করেন খালেদ আহমেদ। ৪০ বলে ২৪ রান করে তালুবন্দী হন উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

Advertisment

এরপর অবশ্য প্রোটিয়াদের আর কোনো বিপদ ঘটেনি। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, তাতে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৭ রান। ওভার প্রতি রান উঠেছে ৩.৮২ হারে। প্রথম টেস্টে জোড়া অর্ধশতক হাঁকানো এলগার ৮০ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গী ৪৮ বলে ২৪ রান করে অপরাজিত কিগান পিটারসেন।

আরউইকে অবশ্য আরও আগেই সাজঘরে ফেরাতে পারত বাংলাদেশ। তৃতীয় ওভারের চতুর্থ বলে খালেদের বল আরউইয়ের প্যাডে আঘাত করে। তবে অধিনায়ক মুমিনুল হক রিভিউ নেননি। পরবর্তীতে দেখা যায়, রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসত। খালেদ অবশ্য রিভিউয়ের জন্য মরিয়াই ছিলেন।

 

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১০৭/১ (২৮ ওভার)
এলগার ৫৯*, পিটারসেন ২৪*, আরউই ২৪
খালেদ ৩৮/১

 

ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর দেখুন এখানে 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts