বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জনসাধারণকে বিএসএফের মারধর

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জনসাধারণকে বিএসএফের মারধর

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জনসাধারণকে বিএসএফের মারধর

লালমনিরহাটের হাতীবান্ধা সিঙ্গিমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক বৃদ্ধাকে মারধর করেছে বলে সীমান্তবাসী অভিযোগ করে। এ ঘটনায় ওই এলাকার লোকজন এগিয়ে আসলে বিএসএফ এক রাউন্ড গুলিও ছুড়ে। খবর শুনে বিজিবি ছুটে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

হাতীবান্ধা উপজেলার পকেট সীমান্তের ৮৯৩নং মেইন পিলারের ৮নং সাব পিলারের কাছে বাংলাদেশের ভূখণ্ডে কাপড় শুকাতে যান জোহরা বেগম। এ সময় ভারতীয় কোচবিহার অঞ্চলের শীতলখুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে জোহরা বেগমকে মারধর করেন বলে অভিযোগ করেন। এ সময় বৃদ্ধার চিৎকারে সীমান্তবর্তী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে বিএসএফের ওই সদস্য ফাঁকা রাবার বুলেট ছুড়ে ভারতে চলে যায়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগীমারী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএম

Explore More Districts