সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার), শাহ আরফিন টিলা ও কালাইরাগ এলাকা দীর্ঘদিন ধরে পাথর ও বালু লুটপাটকারীদের দখলে। পাহাড়ি ঢলের সুযোগে সম্প্রতি লুটকারীদের নজর পড়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরের ওপরও। নৌকা ব্যবহার করে প্রকাশ্যে পাথর লুটপাট চলছিল। এতে হুমকির মুখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর পর্যটন এলাকা।
গত আট মাস ধরে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলা, কালাইরাগ ও ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) সংরক্ষিত এলাকায় দিনে-রাতে পাথর, বালি এবং মেশিনারি পার্টসের মালামাল লুটপাট চলছিল। প্রায় ৩০-৪০টি সেইভ মেশিন ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হচ্ছিল বাংকার থেকে, কালাইরাগে পে-লোডার মেশিন ও ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত চলছে বালু লুটপাট, শাহ-আরফিন টিলা পরিবেশ বিনষ্টকারী মেশিন দিয়ে বালু ও পাথর লুটপাট চলছেই। এসব লুটপাটের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক কিছু নেতাকর্মীরা মোটা অঙ্কের চাঁদা আদায়ের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। আর প্রশাসনের নেই তেমন কোনো ভূমিকা।
সাদা পাথরে লুটপাট শুরু হওয়ার পর অবশেষে প্রশাসনের টনক নড়ে। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে, বিজিবি এবং পুলিশের উপস্থিতিতে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ বছরের করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলেন: কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের চান মিয়ার পুত্র মোহাম্মদ আলীম উদ্দিন, নতুন মেঘারগাঁও গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র মকবুল হোসেন। দক্ষিণ কলাবাড়ী গ্রামের সনর আলীর পুত্র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কালাইরাগ গ্রামের হাজী আব্দুল মন্নানের পুত্র ফুল মিয়া, গোয়াইনঘাট উপজেলার লাকি গ্রামের আব্দুল রমিধ এর পুত্র ইকবাল মাহমুদ,মৃত হাবিবুর রহমানের পুত্র কিবরিয়া আহমেদ, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসাকরশ গ্রামের মৃত্যু রহমত আলী’র পুত্র জাহাঙ্গীর আলম, মৃত আলী হোসেনের পুত্র আলী নূর, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল হেকিমের পুত্র মোহাম্মদ জজ মিয়া।
এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন দেশের অন্যতম পর্যটনকেন্দ্র ও সরকারি সম্পদ রক্ষায় লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।