বাঁশখালী উপজেলায় ১২৭ জলদস্যু পেল র‍্যাবের ঈদ উপহার – Chittagong News

বাঁশখালী উপজেলায় ১২৭ জলদস্যু পেল র‍্যাবের ঈদ উপহার – Chittagong News

চট্টগ্রাম বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকায় ২০১৮, ২০২০ ও ২০২২ সালে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে র‍্যাব।

রোববার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এর আগে আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে।

র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তদারকি করা হয়। যারা সুস্থ জীবনে ফিরে এসেছে, তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়।

সভায় উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts