বাঁশখালীর পুঁইছ‌ড়ি‌তে ঈগল প্রতী‌কের অ‌ফি‌স ভাংচু‌রের অ‌ভি‌যোগ – দৈনিক আজাদী

বাঁশখালীর পুঁইছ‌ড়ি‌তে ঈগল প্রতী‌কের অ‌ফি‌স ভাংচু‌রের অ‌ভি‌যোগ – দৈনিক আজাদী

চট্টগ্রা‌মের বাঁশখালীর পুঁইছ‌ড়ি‌ ইউ‌নিয়‌নের পূর্ব পুইছ‌ড়ি ৬নং ওয়া‌র্ডে সালমা চৌধুরী বাজার এলাকায় ঈগ‌ল প্রতী‌কের অ‌ফি‌সের মালামাল ভাংচু‌রের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

আজ শ‌নিবার বিকাল ৫টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। জানা যায়, পুঁইছ‌ড়ির ইউ‌পির ৬নং ওয়া‌র্ডের সদস‌্য কুতুব উ‌দ্দি‌নের ব‌্যক্তিগত অ‌ফিস‌কে ঈগল প্রতী‌কের অ‌ফি‌স হিসা‌বে তৈ‌রি করা হয়।

শ‌নিবার সন্ধ‌্যায় এ অ‌ফি‌সের পাশ দি‌য়ে নৌকা প্রতী‌কের প্রার্থী‌র মি‌ছিল করার সময় ঈগল প্রতী‌কের অ‌ফি‌স ভাংচুর করা হয় ব‌লে জানান পুঁইছ‌ড়ির ইউ‌পি সদস‌্য মোঃ কা‌সেম।

ঘটনার ব‌্যাপা‌রে পুঁইছ‌ড়ির আওয়ামী লীগ নেতা ফজলুল কা‌দের ব‌লেন, আমা‌দের নেতাকর্মীরা গা‌ড়ি‌তে মি‌ছিল ক‌রে গা‌ড়ি‌তে চ‌লে আ‌সে, প‌রে শুন‌তে পাই ঈগ‌লের অ‌ফিস ভাংচ‌ুর হ‌য়ে‌ছে। তারা নি‌জেরা ভাংচুর ক‌রে আওয়ামী লীগ প্রার্থী‌কে এসবের জন্য দায়ী করছে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (‌ওসি) মোঃ তোফা‌য়েল আহ‌মেদ ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঈগল প্রতী‌কের অ‌ফি‌স ভাংচু‌রের খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন করা হয়। এ সময় স্থানীয়রা‌ জানায়, নৌকার প্রার্থীর মি‌ছিল থে‌কে গি‌য়ে ঈগল প্রতী‌কের অ‌ফি‌সের মালামাল ভাংচুর ক‌রা হয়। ত‌বে বিষয়‌টি তদন্ত করা হ‌চ্ছে ব‌লে তি‌নি জানান।

Explore More Districts