বাঁশখালীতে ২,৩০০ ইয়াবা সহ আটক ৩ | দৈনিক আজাদী

বাঁশখালীতে ২,৩০০ ইয়াবা সহ আটক ৩ | দৈনিক আজাদী




বাঁশখালী থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় পৃথক অ‌ভিযা‌নে দুই হাজার ৩০০‌ পিস ইয়াবা সহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে।
বাঁশখালী থানার এসআই মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের টেকনাফের ৬নং ওয়ার্ডের মৃত মুকবুল আহমদের ছেলে মো. আলী আকবরকে(৫৫) আটক করা হয়।
আজ একই স্থানে পৃথক অপর এক অ‌ভিযা‌নে এসআই মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১ হাজার তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজারের টেকনাফের রাজাছড়ার আ. সালামের ছেলে মো. ছৈয়দুর রহমান (২২) এবং একই এলাকার মো. ইছহাকের ছেলে আতাউল্লাহকে (২৩) আটক করে।
এই সংক্রান্তে পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ স‌ফিউল কবীর ব‌লেন, “থানা পু‌লিশ পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ৩ জন‌কে আটক ক‌রেছে। তা‌দের বিরু‌দ্ধে মাদক নিয়ন্ত্রণ আই‌নে মামলা হ‌চ্ছে ব‌লে জানান তিনি।

Explore More Districts