আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঁশখালীতে চলছে প্রতিমা তৈরি কার্যক্রম, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন, তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কালীপুর ও সাধনপুর এলাকার বিভিন্ন এলাকার প্রতিমা তৈরি কারখানা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া টেক, কালীপুরের ১নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগরী এলাকা ঘুরে প্রতিমা তৈরির কারখানাগুলো পরিদর্শন করা হয়। প্রতিমা তৈরি কারখানা গুলোর সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামরা স্থাপন করার জন্যে কারখানা কর্তৃপক্ষকে প্রশাসনের পক্ষ বারবার নির্দেশনা দেয়া হলেও ব্রাহ্মনপাড়ার টেকস্থ জনৈক পিন্টু দাশের পরিচালনাধীন এক প্রতিমা তৈরি কারখানায় অনিরাপদ জায়গাতে প্রতিমা তৈরি ও সংরক্ষণ করে রাখতে দেখা গেছে।
কারখানাটিতে এখনও পর্যন্ত কোনো ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এমনকি ওই কারখানাটি রাতে পাহারা দেয়ার কোনো ধরনের পাহারাদারও নিযুক্ত করেনি কারখানা মালিক পিন্টু দাশ। প্রতিমা তৈরি কারখানা মালিক পিন্টু দাশের এমন অবহেলা ও অসতর্কতার বিষয়টি দেখে তাকে আবারও সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।
পরিদর্শনকালে সাথে ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচীসহ স্থানীয় গ্রাম পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শারদীয় দূর্গা উৎসবকে সুচারুরূপে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পূজা মণ্ডপ ও প্রতিমা তৈরি কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাঁশখালী প্রশাসন।