বাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার – দৈনিক আজাদী

বাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার – দৈনিক আজাদী

চট্টগ্রামের বাঁশখালীতে ওযু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা (৩৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বশিরউল্লাহ বাজার পশ্চিম কুল এলাকার নুরুন্নবীর স্ত্রী এবং একই এলাকার বাহারছাড়া আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ পড়ার জন্য পুকুরেরঘাটে ওযু করার সময় তাকে সাপ কামড় দেয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Explore More Districts