বাঁকালআট সর্বজনীন মহাশ্মশান মন্দির কমিটি গঠন

বাঁকালআট সর্বজনীন মহাশ্মশান মন্দির কমিটি গঠন



Post Views:
১৩

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর বাঁকালআট সর্বজনীন মহাশ্মশান মন্দির কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার রাতে বাঁকালআট সর্বজনীন মহাশ্মশান মন্দির কমিটি গঠন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাবু শংকর কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুু স্বপন কুমার শীল। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসসহ সাতক্ষীরা জেলা মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে বাবু শংকর কুমারকে সভাপতি ও প্রজেন সরকারকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বশিষ্ট সরকার, মুকন্দ সরকার, যুগ্ন-সম্পাদক প্রসেনজিৎ রায়, বিধান সরকার, সুভাষ সরকার, হরেকিষ্ট সরকার, সাংগঠনিক সম্পাদক বাবু কানাইলাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, প্রহাদ সরকার, ক্রীড়া সম্পাদক তপন সরকার, সিন্ধুপ সরকার, প্রচার সম্পাদক সহদেব সরকার, অনুপ সরকার, দপ্তর সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক অমিত পরামানিক, সহ-অর্থ সম্পাদক দেবব্রত সরকার, ধর্ম প্রচারক ভগিরথ বিশ্বাস, ভরত সরকার প্রমুখ।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts