বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? – DesheBideshe

বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? – DesheBideshe



বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়? – DesheBideshe

১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এরপর ইন্ডাস্ট্রিতে ‘খিলাড়ি কুমার’ তকমা পান অভিনেতা। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হয়েছেন বারবার। এবার অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন তার সহশিল্পী ও বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি।

নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে প্রেমের অভাব ছিল না! পর্দার মতো বাস্তবেও তিনি নাকি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সে সময় নারীদের মাঝে বেশ সুখ্যাতি ছিল অক্ষয়ের। ‘খিলাড়ি কুমার’ও নাকি অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন, জানিয়েছেন গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করেছিলেন গুড্ডিও।

বর্ষীয়ান অভিনেত্রীর বক্তব্য, সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিল অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগতভাবে চিনতেন গুড্ডি মারুতি। যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি তিনি। মোট কতজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি গুড্ডি। একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাদের সঙ্গে সম্পর্কে ছিলেন কি না তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তবে, বর্ষীয়ান অভিনেত্রীর মানতে অসুবিধা নেই, অক্ষয় বহু নারীর হৃদয় ভেঙেছিলেন। তাকে নাকি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।

গুড্ডি বলেন, ‘অক্ষয় দু’একজনের বেশি নারীর মন ভেঙেছে বলেই মনে হয়। খুব সরল সিধেসাধা ভাব নিয়ে থাকত। মুখ দেখে মনে হত খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি।’

শোনা যায়, রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অক্ষয়। এমনকি রেখার সঙ্গেও নাম জড়িয়েছে তার। এরপর ২০০১ সালে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়।

সূত্র : আনন্দবাজার



Explore More Districts