চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অনলাইন পোর্টাল চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
১১তম বর্ষ পেরিয়ে ১২তম বষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর টাইমসের মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মাহফুজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম।
তিনি বলেন,’বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুর টাইমস এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন,’এলাকার নানা সমস্যার সংবাদ তুলে ধরা হলে তা সমাধানের জন্য কাজ করবো আমরা প্রশাসন। আমি এসেছি আপনাদের সেবা দিতে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কাঙ্ক্ষিত সব ধরনের সেবা পৌছে দিতে। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য লোকমান হোসেন হাবীব,সমীর ভট্টাচার্য বলু, সাইদুল আরেফিন শ্যামল,শরীফ উল্লাহ টিটু, সাংবাদিক এ এম ইদ্রিস খান, ইমরান নাজির, সফিকুল ইসলাম রিংকু, সাইফুল ইসলাম সবুজ,তাছকিন আহমেদ দীপু,মিজানুর রহমান প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৩ ডিসেম্বর ২০২৫


