নিজস্ব প্রতিবেদক ॥ যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরগণ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বারবার নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলসহ নির্বাচিত সকলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়া হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন ছাড়াও আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান খান, যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, নজরুল ইসলাম গাজী, ইকরাম গাজী, রোমেল খান, সিরাজুল ইসলাম, ইমরান হোসেন মোল্যা, বিশিষ্ট ফুটবলার বিশ্বজিৎ সাহা, ছাত্রলীগ নেতা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যরা নিজ নিজ পরিচয় করিয়ে দেয়া দেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ইমরান হোসেন, ২ নম্বর ওয়ার্ডে ইমরান হোসেন মিলন, ৩ নম্বর ওয়ার্ডে শওকাত জাহান সুপ্ত, ৪ নম্বরে আতিয়ার রহমান খান, ৫ নম্বরে আব্দুল কাদের, ৬ নম্বরে মাকিবুর রহমান, ৭ নম্বরে দবির হোসেন, ৮ নম্বরে মুজিবুর রহমান ও ৯ নম্বরে রফিকুল ইসলাম। এছাড়া সংরক্ষিত নারী সদস্যরা হলেন, ১,২ ও ৩ নম্বরে রোকেয়া সিদ্দিকী রিতা, ৪,৫ ও ৬ নম্বরে ফরিদা বাবর এবং ৭,৮ ও ৯ নম্বরে শাহানাজ পারভীন।