বসতবাড়ী বেদখল হওয়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ আসামি ২৭

বসতবাড়ী বেদখল হওয়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ আসামি ২৭

১০ September ২০২৪ Tuesday ১১:১৭:৪৮ PM

Print this E-mail this


বসতবাড়ী বেদখল হওয়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ আসামি ২৭

সৈয়দ রাসেল, কলাপাড়া: কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ী দখল, পরিবারের সদস্যদের উপর হামলা, লুটপাট সহ অস্ত্রের মুখে বসতবাড়ী লিখে নেয়ার ১৫ বছর পর সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, তার ছোট ভাই আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আসামী রয়েছে আরও ১৫/২০ জন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু’র নালিশী মামলা আমলে নিয়ে ওসি কলাপাড়াকে এজাহার গ্রহনের নির্দেশ দেন। বাদীপক্ষের নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে বলা হয়, ২রা সেপ্টেম্বর ২০০৯ খ্রী. সন্ধ্যায় বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহববুর রহমান ও তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান এর হুকুমে ও নেতৃত্বে সকল আসামীরা অস্ত্রের মুখে বাদীর বসতবাড়ী দখল, পরিবারের সদস্যদের হত্যা চেষ্টায় আঘাত-আক্রমন সহ লুটপাট চালিয়ে বাদীর স্ত্রী ও কন্যার ব্যবহৃত ৭ লক্ষ টাকা মূল্যমানের ৭ ভরি স্বর্নালঙ্কার লুট করে নেয়। এবং বসতবাড়ী ভাঙচুর করে ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। পরে ১০ সেপ্টেম্বর ২০০৯ খ্রী. রাতে আসামীরা বাদীকে অপহরন করে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে অস্ত্রের মুখে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপ সহি ও স্বাক্ষর নিয়ে বাদীর দেড়কোটি টাকা মূল্যমানের সাড়ে ৪ শতাংশ জমি লিখে নেয়। জমি লিখে না দিলে পেট্রোল দিয়ে বাদী সহ তার পরিবারের সদস্যদের পুড়িয়ে মেরে ফেলার হুমকী দেয় সাবেক প্রতিমন্ত্রী মাহবুব ও তার ভাই ব্রিগেডিয়ার হাবিব। এরপর ৩০ সেপ্টেম্বর ২০০৯ খ্রী. রাতে আসামীরা বাদীর বসতঘর জবরদখল করে ১৪ লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র দখল করে নেয়। বাদীর স্ত্রী বাড়ীঘর ছাড়ার শোকে বিহবল হয়ে মৃত্যুবরন করে। আসামীদের ক্ষমতার দাপটে থানা পুলিশ মামলা না নিয়ে বাদীকে উল্টো মিথ্যা হয়রানীমূলক মামলায় জেল খাটানোর হুমকী দেয় বলে বাদী তার মামলায় উল্লেখ করেন। দেশে বর্তমানে নিরপেক্ষ সরকার থাকায় বাদী ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছেন।কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, বিজ্ঞ আদালতের আদেশের কপি হাতে পেয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাতভর সংঘর্ষের বিষয়ে যা বললেন বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বি,এম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪০

২ ঘণ্টা পর শেবাচিম হাসপাতালের বহির্বিভাগ চালু, রোগীদের ভোগান্তি

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর হওয়া উচিত, মত সম্পাদকদের

Explore More Districts