বলিউড সিনেমার প্রশংসায় পঞ্চমুখ পুতিন

বলিউড সিনেমার প্রশংসায় পঞ্চমুখ পুতিন

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার দর্শকপ্রিয়তা রয়েছে। রয়েছে চাহিদা। বলিউডের সিনেমা বিশ্বের বহু দেশেই দাপিয়ে বেড়াচ্ছে বহু যুগ ধরে। এর আগে আমেরিকান সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা শাহরুখ খানের ডায়লগ বলে চমকে দিয়েছিলেন সবাইকে।

বলিউড সিনেমার প্রশংসায় পঞ্চমুখ পুতিন

এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গুণগান করলেন বলিউড সিনেমার।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলিউড সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। তিনি আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ায় ভারতীয় শিল্পের একটা সম্ভাব্য বিকাশ নিয়ে আলোচনা করবেন। বিদেশি সংবাদমাধ্যমকে সম্বোধন করে রুশ প্রেসিডেন্ট বলেন, ব্রিকসের অন্য যেকোনও দেশের বিনোদনের চেয়ে ভারতীয় সিনেমা এই দেশে বেশি জনপ্রিয়।

পুতিন আরও বলেন যে রাশিয়ার একটা চ্যানেল রয়েছে যেখানে সারাদিন বলিউড সিনেমা চালানোর জন্যই তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনের সময়, রাশিয়ান রাষ্ট্রপতি আরও বলেন যে বলিউড এবং আরও কয়েকটি শিল্প যেমন অটোমোটিভ এবং ফার্মাসিউটিক্যালের কাজগুলিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা খুবই দরকার। পুতিন বলেছেন, ‘সিনেমা এবং চলচ্চিত্র শিল্প অর্থনীতির একটি অংশ। এটি যথাযথভাবে নিয়ন্ত্রিত হতে হবে। ভারত তার নিজস্ব ব্যবসা রক্ষার জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে।’

পুতিন আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা ১০০ শতাংশ শর্তে আসব। আমরা আশাবাদী যে ভারতীয় বন্ধুদের এই নিয়ে আগ্রহ রয়েছে। আমরা রাশিয়ান বাজারে ভারতীয় সিনেমার প্রচারের জন্য সাধারণ ভিত্তি খুঁজে পাবো।’

এই বছর, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারতসহ ব্রিকস দেশগুলির সিনেমাগুলিও উপস্থাপন করবে৷ পুতিন বলেছিলেন যে শুধু ভারতীয় সিনেমাই নয়, বিভিন্ন ব্রিকস দেশগুলির অভিনেতাদেরও সিনেমায় তাদের সংস্কৃতি তুলে ধরার আকর্ষণ থাকবে।

আসন্ন ব্রিকস সম্মেলনে ভারত ও রাশিয়া ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে, পশ্চিমের দেশের প্রভাব প্রতিরোধে, সমষ্টির ভূমিকার উপরও ফোকাস করা হবে এবং বিশ্ব অর্থনীতির চালক হিসাবে তাদের ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে।

Explore More Districts