রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এই বিষয়ে আরও
নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, সংগীত, আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ পালিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিল্পীগন মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।
নববর্ষের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।