বরিশাল-৫ আসন অন্য কোন শরীক দলের দাবী করাটা অমূলক: বরিশাল প্রেসক্লাবে মতবিনিময় সভায় মুফতি ফয়জুল করিম

বরিশাল-৫ আসন অন্য কোন শরীক দলের দাবী করাটা অমূলক: বরিশাল প্রেসক্লাবে মতবিনিময় সভায় মুফতি ফয়জুল করিম

২৩ December ২০২৫ Tuesday ১১:৪৬:২৩ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-৫ আসন অন্য কোন শরীক দলের দাবী করাটা অমূলক: বরিশাল প্রেসক্লাবে মতবিনিময় সভায় মুফতি ফয়জুল করিম

বরিশাল সদর আসন কোনভাবেই শরীক দল দাবী করতে পারে না। এই দাবী অমূলক ও অযৌক্তিক। আমি দৃঢভাবে বিশ্বাস করি এই আসন চরমোনাইকেই প্রদান করা হবে। প্রার্থীদের মনোনয়নের বিষয়টি ইসলামী সমমনা আট দল আগামী ২/১ দিনের মধ্যেই সুরাহা করবে।

গতকাল রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে এমন দাবী করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন -বরিশাল সদর আসনে আমার বসতবাড়ি। এই আসনে আমি যদি মনোনয়ন না পাই তাহলে শরীকদের মধ্যে কে দাবী করতে পারে? এ আসনে আট দলের মধ্যে কে বেশী জনপ্রিয় ও ভোটের মাঠে এগিয়ে তা  সবাই জানে। এটা আমাদের মূলনীতি যে দল যেখানে শক্তিশালী সেখানে সেখানে সে দলের প্রার্থীকে মনোনয়ন প্রদান করা।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভোটের সার্বিক বিষয় নিয়ে এ প্রার্থী বলেন-গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এবার আশায় বুক বেধে আছে যে তারা ভোট দেবেন। তবে এখন যে পরিস্থিতি তাতে সে আশা নিয়ে চরম শংকা তৈরী হয়েছে। সরকার থেকে শুরু করে প্রশাসন মনে হচ্ছে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে। এমনটা হলে সুষ্ঠু ভোট নিয়ে এবারও আমরা শংকায় রয়েছি। দেশের বিভিন্ন স্থানে আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। ভোটের আগে যদি এখনই এমন পরিস্থিতি তৈরী হয় তাহলে পরবর্তী দিনগুলি কেমন যাবে। তিনি বলেন-আমি সিইসি কে বলবো ‘আপনি দেখেছেন বিগত সিইসিদের শেষ পরিনিতি কি হয়েছে। আমরা চাইনা আপনারও সে পরিনতি হোক। এখনো সময় আছে সুষ্ঠু নির্বাচনের পথে আসেন ও পরিবেশ তৈরী করেন। সিনিয়র নায়েবে আমির আরো বলেন-সম্প্রতি দেখলাম কিছু প্রার্থীকে সরকারি নিরাপত্তা  দেওয়া হয়েছে। যারা প্রটোকল পাওয়ার পর্যায় যায়নি তারাও এ তালিকায় রয়েছে। এটা প্রকাশ্য পক্ষপাতিত্ব।  তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন- আপনারা নিরপেক্ষ থাকেন। যে দেশের সাংবাদিক নিরপেক্ষ সে দেশে কোন সরকার,প্রশাসন পক্ষপাতিত্ব করতে সাহস পায় না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

বরিশালের ৬টি আসন: বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সাবেক পানিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বরিশাল বিভাগের প্রার্থী মঞ্জু-নূর-ফুয়াদকে গানম্যান দিচ্ছেন সরকার

ভালুকায় দিপু দাসকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Explore More Districts