বরিশাল-৩: নৌকার প্রার্থী স্বপনকে নিয়ে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা

বরিশাল-৩: নৌকার প্রার্থী স্বপনকে নিয়ে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা

২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ৬:৫১:১৭ অপরাহ্ন

Print this E-mail this


বরিশাল-৩: নৌকার প্রার্থী স্বপনকে নিয়ে নেতাকর্মীদের মোটর শোভাযাত্রা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে ২৯৮ টি আসনে মনোনয়ন নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন।

মঙলবার তিনি ঢাকা থেকে বরিশালের নিজ এলাকায় আসলে নেতাকর্মীরা তাকে স্লোগান স্লোগানে বরন করে নেয়। খালেদ হোসেন স্বপন মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় প্রবেশের খবর শুনে সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক এলাকায় জড়ো হতে থাকে। তিনি নতুন হাট এলাকায় পৌছালে স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারদিক। পরে মটর শোভাযাত্রাসহকারে ছাদ খোলা জিপে নৌকার মাঝী খালেদ হোসেন স্বপন কে বাবুগঞ্জ পার্টি অফিসে নিয়ে যায় উচ্ছাসিত কর্মীরা। পার্টি অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় এসএম খালেদ হোসেন স্বপন বলেন, পিছনের সকল বিভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একজায়গায় থাকলে ভাই ভাইয়ের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবার ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসে। স্বাধীনতার পর এই প্রথম সুযোগ এসেছে আওয়ামী লীগের এমপি প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার। এই সুযোগটাকে কাজে লাগাতে না পরলে আগামী দিনগুলোতে বাবুগঞ্জ মুলাদীর আওয়ামী লীগ সংকটে পরবে’।

দুপুরে রিটার্নিং অফিসার ইউএনওর কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, রাজা সিকদার, মোস্তফা কামাল চিশতি, দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলুসহ যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts