বরিশাল -৩ আসনে মনোনয়ন ফরম নিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

বরিশাল -৩ আসনে মনোনয়ন ফরম নিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

১৮ December ২০২৫ Thursday ৫:৫৩:৩৮ PM

Print this E-mail this


বরিশাল -৩ আসনে মনোনয়ন ফরম নিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের। তিনি দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতির দায়িত্ব পালন করছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা সভাপতিহাফেজ মাওলানা রাহমাতুল্লাহ মাতুব্বর, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক, কোষাধাক্ষ আব্দুল জব্বার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ খান প্রমুখ।

বাবুগঞ্জ উপজেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা রাহমাতুল্লাহ মাতুব্বর বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবো। সমমনা ৮ দলের প্রার্থী বাচাই এখনও চলমান রয়েছে। এ আসনটি ইসলামী আন্দোলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts