বরিশাল-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্রের ফরম সংগ্রহ

বরিশাল-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্রের ফরম সংগ্রহ

২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ১:০৬:০০ অপরাহ্ন

Print this E-mail this


আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশাল-১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্রের ফরম সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের কাছ থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন উপস্থিত ছিলেন। একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের কাছ থেকে আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করা হয়। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৮৫২জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





অবশেষে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ

রুহুল-রতনা দম্পতিসহ বরিশাল বিভাগের ২১ আসনেই প্রার্থী দিলো জাপা

নির্বাচনে শতভাগ নিরপেক্ষ আচরণ প্রদর্শনের নির্দেশ

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন সাদিক আব্দুল্লাহ

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

Explore More Districts