বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ জনকে প্রায় পৌনে চার কোটি টাকার লাম্পগ্রান্ট ও গ্রাচুইটি এর চেক বিতরণ।
১১ অক্টোবর ২০২৩ বুধবার ১:১৪:০৯ পূর্বাহ্ন
মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে পুনরায় ভোট দেয়ার আহবান জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে সাধ্য অনুযায়ী জনগনের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমার যেকোন ভুল সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।তিনি সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত মৃত ১৭ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে ল্যাম্পগ্রান্ট ও গ্রাইচুটির প্রায় পৌনে চার কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মেয়র আরো বলেন, বিসিসির স্টাফরা অবসরে গেলে তারা পাওনা নিতে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। আমি দায়িত্ব নেয়ার পর বুঝতে পেরেছি এটা একটা অভিশাপ। তাই দায়িত্ব গ্রহনের পরপরই আমি অবসরে যাওয়া একসাথে ৩৮ জনকে সাড়ে চার কোটি টাকা প্রদান করেছি। আগে বেতনের জন্য কর্মচারীদের আন্দোলন করতে হতো। আমি দায়িত্ব নিয়ে মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের ব্যবস্থা করেছি। অনিয়মিতদের বেতন বাড়িয়ে ১০ হাজারে উন্নতি করার পাশাপাশি তাদের জন্য বোনাসের ব্যবস্থা করেছি।মেয়র বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য বলেন- ন্যায়, নীতি আর নিষ্ঠার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে চেক নিতে আসা অবসরপ্রাপ্ত মৃত পরিবারের বেশ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, মেয়রের নেয়া এ উদ্যোগ প্রশংসনীয় ও নজিরবিহীন। তারা মেয়রের আগামী দিনগুলোর সফলতা কামনা করে তাকে রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ পদে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিসিসির প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ জনকে প্রায় পৌনে চার কোটি টাকার লাম্পগ্রান্ট ও গ্রাচুইটি এর চেক বিতরণ।
আবার ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেব : প্রধানমন্ত্রী