২০ June ২০২৫ Friday ১০:০২:৪৩ PM | ![]() ![]() ![]() ![]() |
নিজস্ব প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের বরিশাল সদর উপজেলা শাখার সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হয়। বিষয়টি গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর নিশ্চিত করেন।
দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, বরিশাল সদর উপজেলার সভাপতি মো. সবুজ হাওলাদারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, দলের বরিশাল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হল।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |