বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
২৬ February ২০২৫ Wednesday ৪:১৩:০৩ PM
নগর প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর মাসিক কল্যাণ সভা অনষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় এই সভায় সভাপতিত্ব করেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। একজন কনষ্টেবলের অবসরজনিত বিদায় এবং বিগত মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা ও চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বিএমপি কমিশনার অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান খালেদা জিয়ার
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ আলম
মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ
সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
১২ দিনেও পানির সংকট কাটেনি স্টেডিয়াম কলোনী বাসিন্দাদের