ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে অনশনে থাকা ৫ শিক্ষার্থী অসুস্থ

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে অনশনে থাকা ৫ শিক্ষার্থী অসুস্থ

১৩ May ২০২৫ Tuesday ৪:২৩:১৫ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


ক্যাম্পাস প্রতিনিধি:

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে অনশনে থাকা ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে অনশনরত পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। 

মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজীন হোসেন জানিয়েছেন। 

এর আগে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব আহমেদ বলেন, রাত থেকে অনশনে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে অসুস্থ শিক্ষার্থী স্বাক্ষর, ইমন, ওয়াহিদুর রহমান ও এনামুলকে স্যালাইন দেওয়া হয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশনে থাকবেন। 

মেডিকেল অফিসার ডা. মো. তানজীন হোসেন জানান, বর্তমানে গরম থাকায় পানিশূন্যতা কারণে চারজনকে আইভি স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়া একজনের জ্বর হওয়ায় তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ববির উপাচার্য শুচিতা শরমিনের অপসারণের দাবিতে সোমবার ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শেষে মঙ্গলবার দুইটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। এরমধ্যে উপাচার্যের পদত্যাগ কিংবা অপসারণ করা না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। রাত ১০টায় ফেসবুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রুপ লিংকার্স ইন ববিতে লাইভে এসে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন উপাচার্য ড. শুচিতা শরমিন।  

উপাচার্যের ফেসবুক লাইভে আসার বিষয়টি প্রত্যাখ্যান করে পৌনে নয়টায় করা শিক্ষার্থীরা জরুরি সংবাদ সম্মেলন করে অনশনের ঘোষণা দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts